গোবিন্দগঞ্জ-৪ আসনে নাম ঘোষণার পর ওবায়দুল সরকার বললেন, ‘তৃণমূল বিএনপির সঙ্গে আমার সম্পৃক্ততা নেই’

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২৩, ২২:৩৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

গাইবান্ধার গোবিন্দগঞ্জ- ৪ আসনের প্রার্থী হিসেবে মো. ওবায়দুল হক সরকারের নাম ঘোষণা করেছে তৃণমূল বিএনপি। তবে নাম ঘোষণার পর ওবায়দুল হক সরকার বলছেন তার সঙ্গে তৃণমূল বিএনপির কোনো সম্পর্ক নেই।

 

বুধবার সন্ধ্যায় প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই ঘোষণা দেন তিনি।

 

এক বিবৃতিতে ওবায়দুল হক সরকার বলেন, আমি প্রচার মাধ্যমে অবগত হলাম যে, তৃণমূল বিএনপিতে আমার নামে মনোনয়ন ঘোষণা হয়েছে। যার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। বিবৃতিতে গোবিন্দগঞ্জবাসীকে এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান তিনি।

 

ওবায়দুল হক সরকার (বাবলু) গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা ও গোবিন্দগঞ্জ থানা বিএনপির সদস্য।

 

এ বিষয়ে জানতে চাইলে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেন, ‘উনি ইলেকশন করবেন না, পরিষ্কার। ওনার স্বাক্ষর করে কেউ হয়তো জমা দিয়েছেন। সমস্যা নাই। মনোনয়ন তো আমরা মাগনা দিইনি। কেউ না কেউ পাঁচ হাজার টাকা দিয়ে মনোনয়ন তুলেছে।‘

 

এর আগে সোমবার সন্ধ্যায় ৩০০ নির্বাচনি আসনের মধ্যে ২৩০টিতে নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করে তৃণমূল বিএনপি।

 

দলটির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আওয়ামী লীগ এই আসনে বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে মনোনয়ন দিয়েছে। আর মহাসচিব তৈমূর আলম খন্দকার নারায়ণগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/জেবি/কেএম)