হরতাল: সারাদেশে র‌্যাবের ৪৪২টি টহল দল মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৩, ১০:১৪| আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১১:২৩
অ- অ+

বিএনপি ও এর সমমনা দলগুলোর ৮ম দফায় ডাকা কর্মসূচিতে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে আজ। অপরদিকে নির্বাচনি মাঠে আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দল। এমন পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষের জানমাল রক্ষায় দেশজুড়ে র‌্যাবের ৪৪২টি টহল দল মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাব ফোর্সেস এর ১৪৬টি টহল দলসহ সারাদেশে ৪৪২টি টহল দল মোতায়েন রয়েছে। যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির কর্মসূচি
বিএসএমএমইউ’র নতুন পরিচালক ব্রিগেডিয়ার আবু নোমান
আজিমপুর করবস্থানে চাঁদাবাজির মামলা: বাদী-সাক্ষী চেনেন না আসামি
কল্যাণকামী সমাজ প্রতিষ্ঠায় জামায়াতের হাতকে শক্তিশালী করুন : আব্দুল হালিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা