হরতাল পালনে বঙ্গবাজারে ছাত্রদল নেতা রাকিবের নেতৃত্বে মিছিল

প্রকাশ | ৩০ নভেম্বর ২০২৩, ১১:০৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা হরতাল পালনে রাজধানীর বঙ্গবাজার মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হল গেট পর্যন্ত মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র সহ-সভাপতি রাকিবুল হাসান চাঁদকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবারের এ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব।

মিছিলের শেষ পর্যায়ে পিছন থেকে পুলিশের টহল গাড়ি মিছিলের ওপর তুলে দেয়। পরে পুলিশের লাঠিচার্জে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

মিছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক জামিল মুরসালিন, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, ঢাবির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম শাহিন, ঢাবির মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের প্রচার সম্পাদক মনোয়ার হোসেন প্রান্ত, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের প্রচার সম্পাদক সৈয়দ ইয়ানাথ ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি কাওছার আহম্মেদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিব হোসাইন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা আক্তার মিম, সহ-নাট্যবিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম কার্দী, সহ-সভাপতি পিয়াল হাসান, সহ-সভাপতি শাহাদাত হোসেন মানিক, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. মজিবুল হক রিপন, সহ-সভাপতি শাহাদাত হোসেন শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির, যুগ্ম সাধারণ সম্পাদক আহমাদ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক এম এইচ রাসেল বিল্লাহ, মো. টগর প্রধান, মো. রাসেল, জাহিদ হোসেন ফাহিমসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/জেবি/এফএ)