যুদ্ধবিরতি আরও একদিন বাড়াতে সম্মত ইসরায়েল-হামাস

প্রকাশ | ৩০ নভেম্বর ২০২৩, ১১:৫১ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৩, ১১:৫৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধবিরতির ষষ্ঠ দিনের শেষ মুহূর্তে যুদ্ধবিরতি মেয়াদ আরও একদিন বাড়াতে সম্মত হয়েছে দুপক্ষ। 

বুধবার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে ঘোষণা করেছে, জিম্মিদের মুক্তির প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য চুক্তির শর্তাবলী সাপেক্ষে হামাসের সঙ্গে আরও একদিন যুদ্ধবিরতি অব্যাহত থাকবে। 

পৃথক বিবৃতিতে হামাস বলেছে, ইসরায়েলের সঙ্গে আরও একদিনে জন্য যুদ্ধবিরতি বাড়াতে একটি চুক্তি হয়েছে।

গত ২৪ নভেম্বর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে চারদিনের একটি যুদ্ধবিরতি শুরু হয়। পরে সেটি আরও দুদিন বাড়ানো হয়। বুধবার বর্ধিত যুদ্ধবিরতির শেষ দিন থাকলেও বৃহস্পতিবার সকাল পর্যন্ত যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা প্রশ্নবিদ্ধ ছিল। শেষ পর্যন্ত গাজা থেকে ইসরায়েলিদের মুক্তির নতুন তালিকায় দুই পক্ষ একমত হয়। 

প্রসঙ্গত, শুক্রবার যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ৬ দিনে মোট ২১০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল ১৮০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে এবং হামাস ৯৭ জিম্মিকে মুক্তি দিয়েছে।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এমআর)