আচরণবিধি লঙ্ঘন, ত্রাণ প্রতিমন্ত্রীর কাছে ব্যাখ্যা চাইল নির্বাচনি অনুসন্ধান কমিটি

প্রকাশ | ৩০ নভেম্বর ২০২৩, ২২:১৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বৃহস্পতিবার ঢাকা-১৯ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র সহকারী জজ জাকির হোসেন এই আদেশ দিয়েছেন। আদেশে, শুক্রবার বিকাল ৫টার মধ্যে অনুসন্ধান কমিটির কাছে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কারণ সম্পর্কে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।

বিচারকের আদেশে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে এই মর্মে আপনাকে লিখিত ব্যাখ্যা নির্দেশ প্রদান করা যাচ্ছে যে, আপনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা বিভাগের অধীনে ঢাকা জেলার সাভার উপজেলার নির্বাচনি এলাকা ১৯২ ঢাকা-১৯ এর একজন সংসদ সদস্য পদপ্রার্থী। বুধবার মনোনয়নপত্র জমা প্রদানের সময় বহু কর্মী-সমর্থক সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা প্রদান করেন। যা নির্বাচন আচরণবিধির লঙ্ঘন।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এলএম)