সিইসির সঙ্গে বৈঠকে এসবি প্রধান
প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৩, ১৩:০৭ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩, ১৩:১০
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসেছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মনিরুল ইসলাম।
শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।
ইসির একটি সূত্র বলছে, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা ও নিরাপত্তার রক্ষার ব্যাপারে বৈঠকে আলোচনা হতে পারে।
এর আগে, গত ৭ নভেম্বর সিইসির সঙ্গে বৈঠক করেন এসবি প্রধান মনিরুল ইসলাম। এছাড়া প্রতিরক্ষা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের সেদিন আলাদা আলাদা বৈঠক করেন।
(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এলএম/এএম)