দুই কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দিলো ইসি
প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৩, ১৫:০৯

অব্যাহতের আবেদন করায় দুইজন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অব্যাহতি দেওয়া দুজনের মধ্যে একজন সহকারী সচিব ও একজন নির্বাচন কর্মকর্তা।
বৃহস্পতিবার এ বিষয়ে ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে ইসি।
প্রজ্ঞাপনে ইসি জানায়, নাটোর জেলার লালপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রবিককে এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব ও সাবেক ডেমরা থানা নির্বাচন কর্মকর্তা রাজিয়া সুলতানাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। এই দুজনকেই তাদের নিজ আবেদনের প্রেক্ষিতে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানায় ইসি।
(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এলএম/ইএস)