ইসি প্রমাণ করেছে নিরপেক্ষ নির্বাচন সম্ভব, শোকজের জবাব শেষে শামীম ওসমান

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০২৩, ১৪:১১ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৯

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস

শেখ হাসিনার অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব এটি নির্বাচন কমিশন প্রমান করেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম ওসমান।

রবিবার সকাল এগারোটার দিকে নারায়ণগঞ্জ জেলা দ্বিতীয় দায়রা জজ আদালতে নির্বাচন কমিশনের দেওয়া আচরণবিধি ভঙ্গের নোটিশের ব্যাখ্যা দেওয়া শেষে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন।

এর আগে নির্বাচনী এলাকার নেতাকর্মীদের 'শান্তি মিছিল' থেকে নৌকায় ভোট চেয়ে ও প্রতীক প্রদর্শন করে আচরণবিধি লঙ্ঘন করায় শামীম ওসমানকে নোটিশ দেয় বিচারকদের নিয়ে গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটি। 

শামীম ওসমান বলেন, নোটিশ পেয়ে আমার দুঃখ পাওয়ার কথা। কিন্তু আমি আনন্দিত ও গর্বিত হয়েছি। কখনও দেখিনি, একটি-দুটি পত্রিকার রিপোর্টে প্রার্থীকে তলব করতে। এতে প্রমাণিত হয় নির্বাচন কমিশন স্বাধীন ৷ আমরা এরকম একটি কমিশনই চেয়েছিলাম।

শান্তি মিছিল থেকে নৌকার ভোট চাওয়া ও প্রতীক প্রদর্শনের বিষয়ে তিনি বলেন, সারাদেশে বিএনপি- জামায়াত ও জঙ্গিরা জ্বালাও-পোড়াও, হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এর প্রতিবাদে আমার নেতাকর্মীরা শান্তি মিছিল করেছে। শান্তির প্রতীক নৌকা ৷ সে কারণেই নৌকার স্লোগান এসেছে, প্রতীকও প্রদর্শন করেছেন কেউ কেউ৷

তবে শান্তি মিছিলে তিনি উপস্থিত ছিলেন না বলে জানান। 

নির্বাচনে জনগণের অংশগ্রহণই মূল বিষয় উল্লেখ করে শামীম ওসমান বলেন, এদেশ ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন হয়েছে৷ কারো দয়ায় নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বলেও জানান তিনি।

এসময় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোহসিন মিয়া ও জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজেদ আলি খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/পিএস)