প্রধানমন্ত্রীর সঙ্গে শরিক নেতাদের বৈঠক সোমবার

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০২৩, ২০:১১ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৩, ২১:৪৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে ১৪ দলীয় জোটের শরিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভাবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে ঢাকা টাইমসকে জানিয়েছেন ১৪ দলের নেতারা।

এই বিষয় নিয়ে কেন্দ্রীয় ১৪ দলের পাঁচজন নেতার সঙ্গে কথা হয়। তারা বলেন, ‘আগামীকালের বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি করাসহ নানান বিষয় নিয়ে আলোচনা করা হবে। জোটের শরিকরা কয়টি আসনে প্রার্থী দিতে পারেন সেই বিষয়েও আলোচনা হবে।’

২০০৮ সালে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ২৩ দফার ভিত্তিতে আওয়ামী লীগের নেতৃত্বে গঠন করা হয় ১৪ দলীয় জোট। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন থেকে আওয়ামী লীগের নেতৃত্বে আসন ভাগাভাগি করে নির্বাচনে অংশগ্রহণ করে আসছে
১৪ দলীয় মহাজোট। 

তবে দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে জোটভুক্ত দলগুলো নতুন করে হিসাব-নিকাশ করলে এখনও পর্যন্ত কোনো ফল আসেনি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নির্বাচনের বিষয়ে সকল কিছুর সমাধান হবে বলে আশা করছেন জোটভুক্ত নেতারা।

এরমধ্যে দুটি আসন বাদে সব আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এনিয়ে ক্ষমতাসীন দল ও জোট নেতাদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

এতে আরও মন খারাপের মধ্য দিয়ে দিন পার করছেন শরিক নেতারা। জোটের প্রার্থীদের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন আছে আওয়ামী লীগের মধ্যে। এছাড়া ক্ষমতাসীন নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের বক্তব্য ভিন্নধর্মী। সবকিছু মিলে নির্বাচন নিয়ে ধোঁয়াশায় দিন পার করছেন জোটের নেতারা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘কৌশলগত কারণে দুটি আসন খালি রাখা হয়েছে। তবে শরিকদের জন্য আসন ছাড়ের সিদ্ধান্ত হয়নি। প্রতিপক্ষ যদি বড় জোট করে, তবে আওয়ামী লীগেরও জোট হবে। এর বাইরে প্রয়োজন না থাকলে জোট করবে না আওয়ামী লীগ।’

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ‘সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। নির্বাচনসহ বিভিন্ন নিয়ে কথা হবে।’

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘আমরা ১৪ দল জোটগতভাবে নির্বাচন করবো এটা আগে থেকে সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনের বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার সন্ধ্যায় গণভবনে বৈঠক অনুষ্ঠিত হবে।’

গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে শিকদার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪ দলের নেতাদের বৈঠক সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। নির্বাচনে আসন ভাগাভাগিসহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে।’

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে জোট নেতাদের বৈঠক হয়। এবারও হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। এখনও পর্যন্ত আসন ভাগাভাগি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়নি। সোমবারের বৈঠকে আসন ভাগাভাগি ও জোটবদ্ধভাবে নির্বাচনসহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে।’

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/জেএ/জেডএম)