নভেম্বরে কমেছে রেমিট্যান্স

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:৫৩ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:৫৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

নভেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৩ কোটি ৪০ হাজার মার্কিন ডলার। এর আগের মাস অক্টোবরে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১৯৭ কোটি ৭৫ লাখ ডলার। সেই হিসাবে আগের মাসের তুলনায় রেমিট্যান্স কমেছে ৪ কোটি ৭৪ লাখ ৬০ হাজার ডলার।

তবে গত বছরের নভেম্বরের তুলনায় চলতি বছরের নভেম্বরের রেমিট্যান্স প্রায় ২১ শতাংশ বেশি। ২০২২ সালের নভেম্বরে প্রবাসীরা প্রায় ১৫৯ কোটি ৫১ লাখ ৭০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।

চলতি বছরের সর্বশেষ সংযোজনের ফলে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বর্তমান অর্থবছরের প্রথম পাঁচ মাসে রেমিটেন্স প্রাপ্তির ক্ষেত্রে বার্ষিক প্রবৃদ্ধি ০.২৪ শতাংশে দাঁড়িয়েছে। এ সময়ে দেশে মোট ৮৮১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার রেমিটেন্স এসেছে। গত বছরের এই সময়ে এর পরিমাণ ছিল ৮৭৯ কোটি ৩৫ লাখ ৬০ হাজার ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, ‘সরকার অনাবাসী বাংলাদেশিদের (এনআরবি) দেশে অর্থ প্রেরণে উৎসাহিত করতে আইনসিদ্ধ চ্যানেলকে দ্রুত ও সহজ করার ব্যবস্থা নেওয়ায় দেশে রেমিটেন্সের প্রবাহ ঊর্ধ্বমুখী প্রবণতা লকক্ষ্য করা যাচ্ছে।’

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এফএ)