আট মামলায় নিপুণ রায়কে আগাম জামিন দিলেন হাইকোর্ট

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২৩, ১৩:১৯ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

২৮ অক্টোবরের পরবর্তী সময়ে করা আটটি মামলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। 

সোমবার বিচারপতি হাবিবুল গণি এবং আহমেদ সোহেলের বেঞ্চ এই জামিন আদেশ দেন বলে জানান নিপুণ রায়ের আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। 

রমনা থানায় ২টি, পল্টনে ৫টি এবং কেরানীগঞ্জ দক্ষিণ থানায় দায়ের করা একটি মামলায় এই জামিন পান নিপুণ। 

অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী জানান, গত ২৮ অক্টোবর এবং পরবর্তী সময়ে দায়ের করা আট মামলায় অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে ১১ জানুয়ারি পর্যন্ত হাইকোর্ট আগাম জামিন  দিয়েছেন।

নিপুণের পক্ষে আইনজীবীদের মধ্যে আরও ছিলেন ব্যারিস্টার দেবাশীষ রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুল ইসলাম।

অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, ‘চলমান আন্দোলন রুখে দিতে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক গায়েবি মামলা, গণগ্রেপ্তারসহ নানাভাবে নির্যাতন করছে সরকার। কোনো কিছুতেই কাজ হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জনগণ বিজয়ী হবেই।’


(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/জেবি/এফএ)