পল্টনে তিন ককটেল বিস্ফোরণ

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে তৃতীয় দফায় ডাকা নবম দফা অবরোধের শেষ দিনে রাজধানীর পল্টন এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন।

  

ওসি বলেন, পল্টন মোড়ে সন্ধ্যার দিকে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। জড়িতদের ধরতে কাজ করছি আমরা।

 

এর আগে সোমবার দুপুর ২টা ২৩ মিনিটে গুলিস্তানের জিরো পয়েন্টে জ্যামে আটকা তানজিল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া অবরোধের প্রথম দিন রবিবারে রাজধানীর ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে যানজটে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলের দুই আরোহী আহত হন।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/এলএম/কেএম)