সাতক্ষীরার ৪টি আসনে ৩৭ জনের মধ্যে ৩৬টি মনোনয়নপত্র বৈধ
প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২৩, ২০:২০
যাচাই-বাছাই শেষে সাতক্ষীরা-৩ ও ৪ সংসদীয় আসনে দাখিল হওয়া ১৪টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। এর আগে ৩ ডিসেম্বর সাতক্ষীরা-১ ও ২ আসনের ২৩ জন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক হুমায়ুন কবির জানান, সাতক্ষীরা-১ আসনে মনোনয়নপত্র দাখিল হয় ১২টি। এই ১২টি মনোনয়নপত্রের সবক’টি বৈধ বলে বিবেচিত হয়। সাতক্ষীরা-২ আসনে ১১টি মনোনয়নপত্র দাখিল হয়। ১১টির মধ্যে ঋণ খেলাপী থাকায় মুক্তিজোটের প্রার্থী আব্দুল আজিজের মনোনয়ন বাতিল করা হয়। অপর ১০টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। এছাড়া সাতক্ষীরা-৩ আসনের ছয়জন এবং সাতক্ষীরা-৪ আসনের আটজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
যদিও মনোনয়ন বাতিলের বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ জানান, ‘আমি ঋণ খেলাপী নই। আমার কাছে সোনালি ব্যাংকের পাওনা ১৮ হাজার টাকা এবং জনতা ব্যাংকের পাওনা দুই লাখ টাকা। আমি নিয়মিত তাদের টাকা শোধ করে যাচ্ছি।’
রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তে বিরুদ্ধে আপিল করবেন বলে জানান আব্দুল আজিজ।
(ঢাকা টাইমস/০৪ডিসেম্বর/প্রতিনিধি/এসএ)