শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট! বুবলীকে তুলাধুনা করলেন নেটবাসী
প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৩ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৫
ঢালিউড সুপারস্টার শাকিব খানকে উদ্দেশ্য করে ইঙ্গিতপূর্ণ পোস্ট দেওয়ায় তার প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলীকে তুলাধুনা করলেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। কিন্তু কী লিখেছেন বুবলী? কেনই বা তার বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন নেটনাগরিকরা?
ঘটনা হচ্ছে, ভারতে ‘দরদ’ সিনেমার শুটিং সেরে সম্প্রতি দেশে ফিরেছেন শাকিব খান। এরপর একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খোলেন বুবলীর সঙ্গে গান বাংলা টিভির কর্ণধার কৌশিক হোসেন তাপসের প্রেম সংক্রান্ত গুঞ্জন নিয়ে এবং তাপসের স্ত্রী মুন্নীর কলরেকর্ড ফাঁসের বিষয় নিয়ে।
শাকিব খান জানান, বুবলী আগেও একাধিক সম্পর্কে জড়িয়েছেন। নিজের সম্মানের কথা ভেবে তিনি সবসময় চুপ থেকেছেন। নায়ক এও বলেন, এসব নিয়ে কথা বলতে তার রুচিতে বাধে। যার সঙ্গে কোনো সম্পর্কই নেই, তার বিষয়ে কথা বলতে, তাকে নিয়ে ভাবতে তিনি চান না বলে সাফ জানিয়ে দেন।
শাকিবের এসব কথারই পাল্টা জবাবে সোমবার রাতে বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে নাম উল্লেখ না করে লেখেন, ‘ভূতের মুখে রাম রাম। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন।’
বুবলী লিখেছেন, ‘অবশ্য এরকম পরিচালনা তার জন্য নতুন কিছু না। মজার ব্যাপার হচ্ছে, নায়ক এবং তার গ্যাং-এর সদস্যদের আমার নাম নিয়ে নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়। এদের রিজিকের ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে। please carry on।’
বুবলীর এই পোস্ট দেখার পর কারও বুঝতে বাকি নেই যে, সেটি শাকিব খানকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে। সবাই এটা ভেবে অবাক হচ্ছেন, যেই বুবলীকে শাকিব খান তার এক ডজন সিনেমার নায়িকা বানিয়ে পরিচিতি পাইয়ে দিয়েছেন, ইন্ডাস্ট্রিতে জায়গা পাকাপোক্ত করে দিয়েছেন, বিয়ে করে স্ত্রীর মর্যাদাও দিয়েছিলেন, সেই শাকিবকে কীভাবে তার নাম নিয়ে আলোচনায় থাকতে হয়!
এ ব্যাপারে প্রতিবাদ জানিয়ে আবু ইউসুফ রাসেল নামে এক নেটিজেন বুবলীর পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন, ‘এই দেশের পুরো মিডিয়া যাকে নিয়ে আলোচনায় থাকে, তাকে আপনার নাম নিয়ে আলোচনায় আসতে হবে? এটা হাস্যকর।’ সঙ্গে ইউসুফ জুড়ে দিয়েছেন কয়েকটি হাসির ইমোজি।
ঐশীয়া অর্শি নামে এক নারী নেটিজেন বুবলীর উদ্দেশে লিখেছেন, ‘আপনি মানুষটাই হাস্যকর। কই থেকে তুলে এনে কই দাঁড় করালো, তাকেই অসম্মান করতে ছাড়েন না। তার পেশায় জায়গা করে দিয়েছে বলে ইলিক-ঝিলিক জামা পরে এখনো নেচে বেড়ান, আর তাকেই বলছে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে।’
অর্শি আরও লিখেছেন, ‘অভিনয়ের পুরাটা নাকি সে (শাকিব খান) শিখিয়েছে নিজেই বলেছেন। আহা বে, জীবনে করলেনটা কী? দুনিয়ার কাছে ভালো না, এমনকি স্বামীর কাছেও না।’
প্রশ্ন ছুড়ে অর্শি লিখেছেন, ‘রিপ্লাই পোস্ট এত দেন, সেদিন তাপসের বউয়ের কথার রিপ্লাই পোস্ট দিলেন না কেন? বিশ্বাস করেন, এই যে বড় বড় কথা, ‘প্রহেলিকা’র আগে ৯০ শতাংশ মানুষ আপনাকে চিনলেও ২ শতাংশ মানুষ আপনার সিনেমা দেখেনি। শাকিব না থাকলে কই থেকে আসতেন, আর কই হারিয়ে যেতেন।’
তাসনিয়া আফরিন পরী নামে একজন লিখেছেন, ‘একজন নিউজ প্রেজেন্টার থেকে বুবলীকে নিজে হাতে ধরে নায়িকা বানিয়েছিলেন শাকিব খান। আজ তার প্রতিদান পেলেন। যে মহিলাকে কেউ চিনতেন না, সেই মহিলাকে মিডিয়ায় এনে একটার পর একটা সিনেমা করিয়ে পরিচিতি দিয়েছেন। যে মহিলার জন্য নিজের সংসার ভেঙ্গেছেন, যে মহিলার জন্য আব্রামের মতো ফুটফুটে সুন্দর একটা বাচ্চাকে অবহেলা করেছেন, দেশ ও জাতি সবার সামনে ছোট হয়েছেন, আজ সেই মহিলাই কিনা বাংলাদেশের সুপারস্টারকে বলছেন যে, তাকে নিয়ে আলোচনা করে নাকি শাকিব খান আলোচনায় থাকতে চান, শাকিব খানের রিযিকের ব্যবস্থা নাকি তিনি করেছেন। সিরিয়াসলি ভাই????? এই জন্যই বলে, ‘দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।’
মুনা আলম নামে একজনের মন্তব্য, ‘হাস্যকর কিছুদিন আগেও ইন্টারভিউতে এসে কান্না করছে ছেলের দুধ কেনার টাকাও ছিল না নাকি। যার হাত ধরে মিডিয়ায় আসছে, তার রিজিকের ব্যবস্থা করে এখন (গালি) মহিলা। লজ্জা থাকা উচিত।’
ফাতেমা জান্নাত বৃষ্টি নামে এক নেটিজেন লিখেছেন, ‘বুবলী, এই নায়ক সাহেবের সনদ নিয়েই আপনি আজ বুবলী। যারা নিজের শিকড়কে অস্বীকার করে, তারা আর যা-ই হোক খাঁটি মানুষ নয়।’
এমন বহু নেতবাচক মন্তব্য জমা পড়েছে বুবলীর পোস্টের নিচে। বেশিরভাগ নারী নেটিজেনরা তুলোধুনা করেছেন এই নায়িকাকে।
প্রসঙ্গত, কিছুদিন আগে গান বাংলা টিভির মালিক কৌশিক হোসেন তাপসের সঙ্গে বুবলীর পরকীয়া প্রেমের খবর ছড়িয়ে পড়ে। ফেসবুকে একটি পোস্ট দিয়ে খবরটি জানান তাপসের স্ত্রী মুন্নী। কিছুক্ষণ পর অবশ্য পোস্টটি ডিলিট করে দেওয়া হয়।
এর দুদিন পর মুন্নীর একটি কল রেকর্ড ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ওই রেকর্ড শুনে বোঝা যায়, শাকিব খানের প্রথম প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে কথা বলছিলেন মুন্নী। জানাচ্ছিলেন, তাপসের সঙ্গে বুবলীর সম্পর্কের খুঁটিনাটি। যদিও বুবলী বা তাপস এই সম্পর্কের কথা স্বীকার করেননি।
২০১৬ সালে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ সিনেমাটির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তখনকার সংবাদপাঠিকা বুবলীর। এরপর ধারাবাহিক ১২টি সিনেমায় তাকে নিজের নায়িকা বানান শাকিব। প্রতিষ্ঠা দেন ঢালিউডে।
শুধু তাই নয়, একসঙ্গে কাজ করতে গিয়ে একপর্যায়ে সম্পর্কে জড়িয়ে পড়েন শাকিব-বুবলী। ২০১৮ সালে প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে তালাক দিয়ে তাকে বিয়েও করেন শাকিব। সারাদেশ জানে, শাকিবের পরিচয়েই পরিচিত বুবলী। সেই শাকিবকে নিয়ে কিনা এমন মন্তব্য!
(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/এজে)