তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে প্রেসক্লাবে কোটা সংস্কার আন্দোলনের সংগঠক তারেকের অনশন
প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২৩, ১৭:২৮ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩, ১৭:৫১
জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন করছেন কোটা সংস্কার আন্দোলনের সংগঠক মো. তারেক রহমান। মঙ্গলবার এই অনশনে বসেন তিনি।
এ ব্যাপারে সাংবাদিকদের তারেক বলেন, ভোট বাঁচাও, দেশ বাঁচাও, শেখ হাসিনার প্রভাবমুক্ত নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমি অনশন করছি।
আওয়ামী লীগ জোর করে নির্বাচন করতে চাইলে রক্ত ঝরবে হুঁশিয়ারি উচ্চারণ করে তারেক আরও বলেন, আওয়ামী লীগের দুই গ্রুপ একে অপরের রক্ত ঝরবে। ২০১৪ সালে শেখ হাসিনার অধীনে নির্বাচনে ৭-৮ হাজার মানুষ আহত হয়েছে, ১৫০ এর বেশি মানুষ নিহত হয়েছে। এখন কোনো বুদ্ধিমান লোক আবার এমন হত্যাকাণ্ডের সাক্ষী হতে চাইবে না।
তারেক বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মতো উত্তম সামাজিক চুক্তিকে সরকার বাতিল করল। অথচ এটার জন্য কত রক্ত দিয়েছে তারা। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না এটা তাদের বক্তব্য ছিল। আজ ক্ষমতা হাতে পেয়ে সুন্দর এই ব্যবস্থা ভেঙ্গে দিয়ে দেশকে ঝুঁকির মুখে ফেলে দিলো। এমন সুন্দর একটা ব্যবস্থা বাদ দেয়ার আগে একটা গণভোট আয়োজন করতে পারত তারা। কোনো গণভোট বা গণশুনানি ছাড়া এমন একটি ব্যবস্থা বাতিল করে দেশের বড় ক্ষতি করেছে আওয়ামী লীগ।
জনগণ ও রাজনৈতিক দলগুলোকে অনশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধে মানুষ যেমন রোজা রেখে যুদ্ধ করেছে, তেমনি আমি গণ অনশনের আহবান জানাই দলসমূহকে। আমরা ১৫টি বছর ধরে কষ্ট করছি ভোটের জন্য। এভাবে আর কতদিন ভোটহীন থাকব। ২০১৮ সালে কসম কেটেও ভোট চুরির ঘটনা ঘটেছে, ইমানদার জনগণ সেই কসমে বিশ্বাস রেখে প্রতারিত হয়েছে। তারা শেখ হাসিনার ওপর আস্থা রেখে বেকায়দায় পড়েছে, এখন ভোটের দাবি নিয়ে বের হলেই গ্রেপ্তার আতঙ্কে থাকতে হচ্ছে। দেশের মানুষ অপেক্ষা করছে কখন এই বিপদ থেকে বাঁচা যায়।
(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/জেবি/ইএস)