বদলে গেল সীমান্ত ব্যাংকের নাম
প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৬ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩, ১৮:২৭
কোম্পানি আইনের সংশোধিত বিধান পরিপালনার্থে সীমান্ত ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘সীমান্ত ব্যাংক পিএলসি.’ করা হয়েছে যা গতকাল মঙ্গলবার থেকে কার্যকর করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সোমবার এ বিষয়ে পরিপত্র জারি করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে।
ইতিপূর্বে নাম পরিবর্তনের জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন গ্রহণ করা হয়েছে। পরিবর্তিত নাম কোম্পানি নিবন্ধকের কার্যালয়ে যথাযথভাবে নিবন্ধিত হয়েছে।
উল্লেখ্য, সীমান্ত ব্যাংক ২০১৬ সালে তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে শাখা, উপশাখা, সার্ভিস সেন্টার, এটিএম বুথ স্থাপন করে পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।
(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/ইএইচ)