কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, বিয়ের দাবিতে অনশন

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২৩, ১৯:০৪ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩, ২০:১৫

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস

রাজবাড়ীর পাংশায় দীর্ঘ ২ বছর ধরে প্রেমের সর্ম্পকের জের ধরে কলেজপড়ুয়া এক শিক্ষার্থী বিয়ের দাবিতে অনশন করছেন। রবিবার রাত থেকে এখন পর্যন্ত উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহমিরপুর গ্রামের পল্লী চিকিৎসক মতিয়ার রহমানের বাড়িতে অনশন শুরু করেছেন।

মতিয়ার রহমানের একমাত্র ছেলে সবুজের সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সর্ম্পকের জের ধরেই তিনি ওই বাড়িতে অবস্থান করছেন বলে জানিয়েছেন কলেজছাত্রী।

সরেজমিনে গিয়ে ওই কলেজছাত্রীর সঙ্গে কথা হলে তিনি জানান, আমরা দীর্ঘ ২ বছর ধরে প্রেমের সর্ম্পকে রয়েছি। আমার সঙ্গে তার একাধিকবার শারীরিক সর্ম্পক হয়েছে সবুজের নিজ বাড়িতেই। আমাকে সবুজ তাদের বাড়িতে আসতে বলে তিনি তার মায়ের কথামতো পালিয়ে রয়েছেন। আমি এ বাড়িতে আসার পর তিনি বাড়িতেই ছিলেন। সবুজের সঙ্গে আমাকে বিয়ে না দিলে আমি এখানেই আত্মহত্যা করে জীবন শেষ করবো। এছাড়া আমার কোনো পথ নেই।

স্থানীয়রা জানায়, পল্লী চিকিৎসক মতিয়ারের ছেলে সবুজ এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত। কিছুদিন আগেও এক গৃহবধূর সঙ্গে তার আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছিল। সেখান থেকে বেঁচে যাওয়ার পরপরই এ ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে সবুজের পিতা পল্লী চিকিৎসক মতিয়ার রহমান বলেন, আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/ইএইচ)