কুড়িগ্রামে রাজারহাট হানাদারমুক্ত দিবস পালিত

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৩, ১৪:১৭ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৩, ১৪:২০

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস

কুড়িগ্রামে রাজারহাট হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় রাজারহাট উপজেলা প্রশাসন ঠাটমারী বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পূস্পমাল্য অর্পণ করে। পরে শহীদদের স্মৃতিচারণ করে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায়, রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আব্দুল্লাহিল জামান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুনুর মো. আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

পরে শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা বিগ্রেডিয়ার যোশীর নেতৃত্বাধীন ভারতীয় সেনাবাহিনীর ৬ষ্ঠ মাউন্টেড ডিভিশনের সহযোগিতায় পাকবাহিনীর উপর পাল্টা আক্রমণ চালিয়ে ৬ ডিসেম্বর রাজারহাট মুক্ত করে।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/জেডএম)