পিরোজপুরে শ্রমিকলীগ সভাপতির ইন্তেকাল
প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৩, ২২:৫০ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৩, ২২:৫৪
পিরোজপুর জেলা শ্রমিকলীগের সভাপতি ও হুলারহাট বন্দর ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি মো. মজনু তালুকদার মারা গেছেন। বুধবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে রানীপুর পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সাভাপতি পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য সালমা রহমান হেপী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মহারাজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী।
(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/ইএইচ)