প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবার

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২৩, ১৫:০০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩-এর ১ম গ্রুপের (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) আওতাধীন জেলাগুলোর পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। 


সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা পর্যায়ে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত এসব তথ্য জানান। তিনি বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সংক্রান্ত সকল ধরনের সামগ্রী ইতোমধ্যে জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। 

প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সুন্দর ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পাদনের জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, ৩ বিভাগের ১৮টি জেলায় এবারের পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। আর কেন্দ্রের সংখ্যা ৫৩৫টি এবং কক্ষের সংখ্যা ৮১৮৬টি। 

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/এসএম)