উত্তরাঞ্চলে বাড়ছে শীত

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২৩, ২০:৫২

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিরিঝিরি বৃষ্টিপাতে দিনাজপুরসহ উত্তরে কমতে শুরু করেছে তাপমাত্রা। দুদিন থেকে শীত অনুভূত হচ্ছে জেলায়। দেখা দিয়েছে কুয়াশাও।

বৃহস্পতিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৪ দশমিক মিলিমিটার। বাতাসের আদ্রতা ছিল ৯৮। সারাদিন দেখা যায়নি সূর্যের মুখ। চারদিক ছিল কুয়াশাচ্ছন্ন। ফলে অনুভূত হয় শীতের তীব্রতা। এদিকে বৃষ্টিপাত এবং শীতের ফলে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার পঞ্চগড়ে তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়া সহকারী আসাদুজ্জামান জানান, জেলায় একটু একটু করে শীত বাড়ছে। প্রতিদিনই তাপমাত্রা কমছে। তবে, গতবারের চেয়ে ধীরে কমছে তাপমাত্রা। গত বছরের ৭ ডিসেম্বর দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দেরিতে শীত আসলেও তাপমাত্রা কমতে থাকায় মানুষকে শীতের কাপড় পড়তে দেখা যাচ্ছে।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/ইএইচ)