ঝালকাঠিতে মাহিন্দ্রায় বাসের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২৩, ২২:০৩ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩, ২২:০৬

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইম

ঝালকাঠির নলছিটি উপজেলায় যাত্রীবাহী বাস একটি মাহিন্দ্রায় ধাক্কা দিলে তিন যাত্রী নিহত হয়েছে। এতে পাঁচ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুই জনের নাম পাওয়া গেছে।

তারা হলেন, মো. জসিম ও মো. আরিফ। তাদের বাড়ি নলছিটি উপজেলার তালতলা গ্রামে। নিহত নারী যাত্রীর পরিচয় এখনও পাওয়া যায়নি।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই মাহিন্দ্রের যাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা এলাকা থেকে একটি মাহিন্দ্রা আট জন যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে বেপারী পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা যাচ্ছিল। বাসটি দপদপিয়ায় জিরোপয়েন্ট এলাকায় এসে মাহিন্দ্রায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মাহিন্দ্রায় দুই জন যাত্রী নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ৬ জন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে আরও একজন মারা যায়।

ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল তিন যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/ইএইচ)