শিক্ষক নিয়োগ পরীক্ষা

কুড়িগ্রামে ১২ পরীক্ষার্থী আটক, বহিষ্কার ৩

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০২৩, ২০:০১

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

কুড়িগ্রামে অনুষ্ঠিতব্য প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে জালিয়াতি করে পরীক্ষা দেয়ার অভিযোগে ১২ জন পরীক্ষার্থীকে আটক এবং জনকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে বেশি ভাগই নারী পরিক্ষার্থী বলে জানা গেছে।

শুক্রবার বিকালে তথ্য জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবেজ উদ্দিন সরকার।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কুড়িগ্রামে ৪৫টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২৬ হাজার ৮০৫ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ২০ হাজার ৭১ জন এবং পরীক্ষায় অনুপস্থিত হাজার ৭৩৪ জন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার জানান, আমাদের প্রত্যেকটি কেন্দ্রে নির্বাহী ম্যজিষ্ট্রেটসহ ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পর্যবেক্ষণে অপকর্মকারীদের বহিস্কারসহ গ্রেপ্তার করা হয়েছে।

ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ জানান, এতো স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেয়ার উদ্যোগ গ্রহণ করা হলেও ১২ জন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করেছে যা অত্যন্ত দু:খজনক। এসব অপরাধীদের বহিস্কার গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/ইএইচ)