৫১ রানেই ৫ উইকেট নেই নিউজিল্যান্ডের

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৬ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৩, ১৫:৩১

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

ঢাকা টেস্টে বাংলাদেশের দেওয়া ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছে নিউজিল্যান্ড। নিজেদের স্পিন ঘূর্ণিতে অল্প রানের পুঁজি নিয়েও লড়াই করছে বাংলাদেশ। 

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় কিউইরা। কিউই শিবিরে প্রথম আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান ডেভন কনওয়েকে। 

শরিফুলের পর কিউই শিবিরে আঘাত হানেন তাইজুল ইসলাম। তাইজুলের বলে সোহানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান কেন উইলিয়ামসন। আউট হওয়ার আগে করেন ২৪ বলে ১১ রান। 

উইলিয়ামসনের পর সাজঘরে ফিরে যান হেনরি নিকোলসও। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে তাকে ফেরান মেহেদী হাসান মিরাজ।
হেনরি নিকোলসের পর বেশি সময় ক্রিজে থাকতে পারেননি টম লাথামও। ৬০ বলে ২৬ রান করা লাথামকে সাজঘরে ফেরান মিরাজ। পর পর দুই উইকেট নেন তিনি। 

মিরাজের পর কিউই শিবিরে আঘাত হানেন আরেক স্পিনার তাইজুল ইসলাম। তাইজুলের বলে সোহানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরের পথ ধরেন টম ব্লান্ডেল। তার বিদায়ে ৫১ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে নিউজিল্যান্ড। 

এর আগে চতুর্থ দিনে ব্যাটিং নেমে কিউই বোলার দের বোলিং তোপে ১৪৪ রানে অলআউট হয় বাংলাদেশ। যার ফলে তাদের লিড দাঁড়ায় ১৩৬ রান। আর জয়ের জন্য নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৩৭। 

(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/এনবিডব্লিউ)