কালীগঞ্জে রোকেয়া দিবস উদযাপন

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৫

​​​​​​​কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস

গাজীপুরের কালীগঞ্জে জয়িতা সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় দিবসটি উদযাপন করা হয়।

শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার যৌথ আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান।

জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন জয়িতা নুসরাত কবির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় নুসরাত কবিরকে জেলার শ্রেষ্ঠ জয়িতা হিসেবে পুরস্কৃত করা হয়।

(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)