নিয়োগ পরীক্ষায় অনিয়ম: দিনাজপুরে গ্রেপ্তার হওয়া ১৮ জনকে জেলহাজতে প্রেরণ

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৯ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৩, ২০:০৭

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারের অভিযোগে দিনাজপুরের ৮টি পরীক্ষা কেন্দ্র থেকে গ্রেপ্তার হওয়া ১৮ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। 
শনিবার দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানা থেকে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৮ জনের বিরুদ্ধে পৃথক ৮টি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। সেসব তথ্য বিশ্লেষণ করে দেখা হচ্ছে। এরপর প্রয়োজন হলে তাদেরকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে। 
এর আগে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা সদরের ৮টি পরীক্ষা কেন্দ্রে কর্মকর্তারা ১৮ জনকে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়ার অভিযোগে আটক করে। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃত ১৮ জনের মধ্যে ৯ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছেন।


(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/ইএইচ)