ঘূর্ণিঝড় ‘মিগজাউমের প্রভাব: ধানের বীজতলায় পানি, ক্ষতির আশঙ্কায় কৃষক
প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৩, ২০:৩৩
ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে টাঙ্গাইলের ভূঞাপুরে বোরো ধানের বীজতলায় বৃষ্টির পানি জমেছে। ফলে বীজতলা পচে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় ধান ক্ষেতে বীজতলা করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে রোপন করা বীজতলা বৃষ্টিতে তলিয়ে গেছে। বীজতলা থেকে পানি অপসারণ করতে চেষ্টা করছে কৃষকরা।
গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া গ্রামের কৃষক রাশেদ বলেন- ‘কয়েকদিনের বৃষ্টিতে ধানের বীজতলা তলিয়ে গেছ। ফলে ধানের চারা পচে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বীজতলা থেকে পানি সেচে ফেলে দিচ্ছি।’
বিলচাপড়া গ্রামের কৃষক বদি আলী বলেন- ‘অসময়ের বৃষ্টিতে বীজতলায় পানি জমেছে। এনিয়ে দুশ্চিন্তায় আছি।’
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন- ‘ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে নিম্নাঞ্চলের কিছু কিছু বীজতলায় পানি জমেছে। তবে এতে ক্ষতির আশঙ্কা নেই।’
(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)