ডিবি কার্যালয়ে আদম তমিজী বললেন, ‘আই অ্যাম ভেরি হ্যাপি’

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৩, ২৩:০৭ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৩, ২৩:১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

গ্রেপ্তারের পর রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে আলোচিত-সমালোচিত ব্যবসায়ী হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজী হককে।

শনিবার রাত ১০ টার দিকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

এসময় উপস্থিত সাংবাদিকদের সালাম দিয়ে তমিজী বলেন,  ‘আমি ভালো আছি, আই অ্যাম ভেরী হ্যাপী, সম্মানের সহিত আমাকে নিয়ে আসা হয়েছে। আই অ্যাম ভেরি হ্যাপী গভারমেন্ট’।

এসময় ডিবিপ্রধান হারুন অর রশিদ জানান, সাইবার এক্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম।

সম্প্রতি রাজনৈতিক বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন আদম তমিজী হক। লাইভে এসে তিনি সরকার ও দলের সমালোচনা করেন। লাইভে প্রধানমন্ত্রীকে নিয়েও আপত্তিকর বক্তব্য দিয়েছেন তমিজি।

দেশে ফেরার পর গত ১৬ নভেম্বর তার গুলশানের ১১১ নম্বর রোডের বাসায় অভিযান চালায় র‍্যাব। সেসময় আত্মহত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার এড়িয়েছিলেন আলোচিত সমালোচিত এই ব্যবসায়ী। র‌্যাব জানায়, তার পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে তাকে চিকিৎসা করানোর। পরবর্তীতে আদম তমিজী হককে শারীরিক ও মনোচিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু করে তার পরিবার।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এলএম/এসআইএস)