৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু ​​​

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০২৩, ১০:২০ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৪৫

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস

ঘন কুয়াশার কারণে শনিবার রাত ১টার পর বন্ধ ঘোষণা করা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ফের চালু হয়েছে। দীর্ঘ ৯ ঘণ্টা বন্ধ থাকার পর এ নৌরুটের ফেরি চলাচল শুরু হয়।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সন্ধ্যার পর ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়। সেসময় মাঝ নদীতে ৩টি ফেরি আটকা পড়েছিল। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/প্রতিনিধি/পিএস/এআর)