দূষিত বায়ুর শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকা

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৩ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৬

ঢাকাটাইমস ডেস্ক
ফাইল ফটো

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজও শীর্ষ স্থানে অবস্থান করছে ঢাকা। রাজধানী শহরটির স্কোর ৩২১, যা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচনা করা হয়।

সোমবার স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ তথ্য উঠে আসে।


আজ দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কুয়েত সিটি। শহরটির স্কোর ২২৪, যা ‘খুবই অস্বাস্থ্যকর’।

তালিকায় এখন ২২২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বসনিয়া হারজেগোভিনিয়ার সারাজেভো। শহরটির বায়ুর অবস্থাও ‘খুবই অস্বাস্থ্যকর’। চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর ২২২, বায়ু মান ‘খুবই অস্বাস্থ্যকর’। ২০৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি। 

ষষ্ঠ স্থানে থাকা ভারতের কলকাতার স্কোর ১৯৮; সপ্তম স্থানের চীনের চেংডুর স্কোর ১৯৬; অষ্টম স্থানে থাকা কাতারের দোহার স্কোর ১৮০; নবম স্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল, স্কোর ১৭১; দশম স্থানে দুবাই, স্কোর ১৬০।

দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এফএ)