ঢামেকের স্টাফ কোয়ার্টার থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০২৩, ১১:৩৬ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩, ১২:০৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে তানিয়া আক্তার তানহা (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার রাত সোয়া ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন মল্লিক জানান, খবর পেয়ে পুলিশ রবিবার রাত ১০টার দিকে ঢামেক হাসপাতালের স্টাফ কোয়ার্টারে যায়। সেখানে চারতলার একটি কক্ষ থেকে ওই কিশোরীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই বলেন, মেয়েটি কিছুদিন আগে গ্রামের বাড়ি থেকে তার খালার সঙ্গে ঢাকায় এসেছিল। তবে ঠিক কি কারণে সে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।  

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এসএম)