তফসিলের বৈধতা নিয়ে করা রিট খারিজ

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০২৩, ১১:৪৭ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩, ১২:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। 


সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ২৯ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টে রিটটি দায়ের করেন। রিটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল চাওয়া হয়।

গত ৩ ডিসেম্বর রিটের আংশিক শুনানি হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।


এরপর ৪ ডিসেম্বর রিটটির ওপর শুনানি শেষ হয়। ওইদিন শুনানি শেষে আদেশের জন্য ১০ ডিসেম্বর দিন ধার্য করা হয়। ১০ ডিসেম্বর আদেশ না দিয়ে ১১ ডিসেম্বর দিন নির্ধারণ করেন আদালত।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ঘোষিত তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এফএ)