রাজশাহীতে বাংলাদেশ সেনাবাহিনীর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৭

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস

বাংলাদেশ সেনাবাহিনীর ইনফেন্টরি রেজিমেন্ট এর ১৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন রাজশাহী সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। 

সোমবার সকালে সেনাবাহিনীর প্রধান বাংলাদেশ ইনফেন্টরি রেজিমেন্টাল সেন্টারে পৌঁছালে ১১ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল খালেদ আল মামুন তাকে স্বাগত জানান। 

সেনাবাহিনীর প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত বাংলাদেশ ইনফেন্টলি রেজিমেন্ট ইউনিটসমূহের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দান কালে দেশ মাতৃকার সেবায় এই রেজেমেন্ট এর অবদানের কথা স্মরণ করেন। 

সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে এক বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে ইনফেন্টরি রেজিমেন্টের সদস্যদের প্রতি আহবান জানান। 

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/প্রতিনিধি/জেডএম)