মিরসরাইয়ে যুবককে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০২৩, ১৫:০৪ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩, ১৫:০৭

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস

চট্টগ্রামের মিরসরাইয়ে জিয়াউল হাসান ওরফে জুয়েল হত্যা মামলার প্রধান আসামি আবুল বশরকে (৬০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। 

গ্রেপ্তার আবুল বশর মিরসরাইয়ের রাজাপুর থানার মৃত জালাল আহম্মদের ছেলে।

নগরীর বন্দর থানার কাজী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, নিহত জিয়াউল হাসান জুয়েল মিরসরাই থানার মিঠানালা এলাকার আলমগীরের ছেলে। গত ২৮ নভেম্বর নিহত জুয়েলের সঙ্গে স্থানীয় আবুল বশর এবং অন্যান্য সহযোগীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরদিন ২৯ নভেম্বর রাজাপুর নতুন রাস্তার মাথায় দোকানে চা খাওয়ার সময় বশর ও তার সহযোগীরা জুয়েলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে চারজন এজাহারনামীয় দুই তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে মিরসরাই থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার নগরীর বন্দর থানার কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি আবুল বশরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েলকে কুপিয়ে হত্যা করে মরদেহ রাস্তার পাশে জলাশয়ে ফেলে পালিয়ে যায় বলে জানায় আসামি। তাকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/প্রতিনিধি/জেডএম)