ভ্রমণ নিষেধাজ্ঞাপ্রাপ্ত রাশিয়ানদের পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ 

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০২৩, ১৭:১০ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

যেসব রাশিয়ান নাগরিকদের ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, পাঁচ দিনের মধ্যে তাদের পাসপোর্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার নিদের্শ দেওয়া হয়েছে। সোমবার এ বিষয়ে একটি ডিক্রি জারি করেছে রুশ সরকার। খবর রয়টার্সের। 

রাশিয়ান আইন অনুসারে, ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)-এর কর্মচারী, দোষী ব্যক্তি বা রাষ্ট্রীয় গোপনীয়তা বা ‘বিশেষ গুরুত্বের তথ্য’ অ্যাক্সেস করতে পারে এমন ব্যক্তিদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে কর্তৃপক্ষ। এক্ষেত্রে তাদের পাসপোর্টও জমা রাখার ক্ষমতা রয়েছে সরকারের। 

সরকারী ডিক্রি অনুসারে, পাসপোর্টগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংরক্ষিত থাকবে। ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরে, একটি আবেদন পূরণ করার পরে পাসপোর্ট ফেরত দেওয়া যেতে পারে।

এরআগে গত মার্চে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছিল, রাশিয়ার নিরাপত্তা পরিষেবাগুলোর সিনিয়র কর্মকর্তা এবং রাষ্ট্রীয় কোম্পানির নির্বাহীদের বিদেশ ভ্রমণ রোধ করতে তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করছে সরকার।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এমআর)