গাজা থেকে নারী-শিশুদের অজ্ঞাত স্থানে তুলে নিচ্ছে ইসরায়েলি আর্মি

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০২৩, ০০:০২

ইন্টারন্যাশনাল ডেস্ক, ঢাকা টাইমস

গাজা থেকে নারী ও শিশুদেরকে নির্বিচারে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। স্থল অভিযান শুরুর পর থেকে নির্বিচারে কয়েকজন নারী ও শিশুকে তুলে সামারিক বাহিনী।

সোমবার এ খবর দিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই।

খবরে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী কারো বিরুদ্ধে অভিযোগ না জানিয়েই গাজা থেকে কয়েক ডজন নারী ও শিশুকে নির্বিচারে আটক করেছে এবং তাদের অবস্থান প্রকাশ করেনি।।

উত্তর গাজা উপত্যকা থেকে সালাহ আল-দিন সড়ক দিয়ে দক্ষিণে কয়েক হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক  বিতাড়িত করার সময় তাদের আটক করা হয়।

রাস্তার উপর দখলদার বাহিনী কর্তৃক স্থাপিত একটি চেকপয়েন্টে মহিলাদের থামানো হয়। তারপর তাদের আটক করে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হয় ডেমন ও হাশারনসহ অন্যান্য কারাগারে নেওয়া হয়েছে।

এদের মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু অনেককে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি শিশু সন্তানদের থেকে মায়েদের আলাদা করে আটক করা হয়েছে।

রবিবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের বন্দি এবং প্রাক্তন বন্দি বিষয়ক কমিশন নিশ্চিত করেছে যে, কমপক্ষে ১৪২ জন নারী ও শিশু বর্তমানে ইসরায়েলের কারাগারে বন্দী রয়েছে।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এসআইএস)