কুয়াশায় ছয় ঘণ্টা আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি শাহজালালে

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০২৩, ১২:৩৭ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩, ১২:৪৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
ফাইল ফটো

ঘন কুয়াশার কারণে ছয় ঘণ্টা ধরে কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। 

সোমবার দিনগত গভীর রাত থেকে সকাল পর্যন্ত এই কুয়াশার কবলে পড়ে ১১টি আন্তর্জাতিক ফ্লাইট। 

কুয়াশা কেটে গেলে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিমানগুলো অবতরণ শুরু করে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

আরও পড়ুন>> উত্তর ও পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের আভাস, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ দশমিক ৮
 
রাত দুইটার পর থেকে কুয়াশা বাড়তে থাকে জানিয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘এ কারণে ১০টি যাত্রীবাহী ও ১টি কার্গো (মালবাহী) ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। সকাল ৮টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।’ 

তবে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানান বিমানবন্দরের এই কর্মকর্তা।
 
(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/আরআর/এফএ)