নীলফামারীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
প্রকাশ | ১২ ডিসেম্বর ২০২৩, ১৭:৫০
নীলফামারীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মোস্তাকুর রহমান (৪২) নামে এক মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কলেজ স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোস্তাকুর কলেজ পাড়ার নকু মাহমুদের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কলেজ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ মোস্তাকুর রহমানকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।
অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক এনামুল হক। তিনি জানান, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন মোস্তাকুর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপপরিদর্শক শফিয়ার রহমান, সহকারী উপপরিদর্শক অভিক দাস, মো. শামীম হোসেন ও জিয়াউর রহমান।
(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/ইএইচ)