হাবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০২৩, ২৩:১৫

হাবিপ্রবি প্রতিনিধি, ঢাকাটাইমস

বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে শরীরচর্চা ও শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. মাহাবুব হোসেনের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ড. শামস শায়লা ইসলাম ও সহকারী অধ্যাপক মো. সাইফুদ্দিন দরুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন- বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, বিভিন্ন শাখার পরিচালক, হল সুপার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ফাহিমা খানম।

পতাকা উত্তোলন পরবর্তী সময় অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের শপথ পাঠ করানো হয়, শপথ পাঠ শেষে মার্চ পাস্ট ও মশাল প্রজ্বলন করা হয়। পরবর্তীতে বেলুন ও ফেস্টুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।

সকল প্রতিযোগিতা শেষে বিকাল ৪টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/ইএইচ)