অর্থ আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৯ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩, ১৪:৫১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

রাজধানীতে ডিজিটাল মোবাইল ব্যাংকিং নগদের অর্থ আত্মসাতের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

গত মঙ্গলবার রাত সাড়ে ৭টায় গাজীপুরের শ্রীপুর এলাকা হতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২। আটক যুবকের নাম মো. পলাশ (৩৩)। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর থানার মো. হায়দারের ছেলে।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, মো. পলাশ এক বছর ধরে কামরাঙ্গীরচর এবং হাজারীবাগ এলাকার ডাক বিভাগের ডিজিটাল সেবা নগদ এর অনুমোদিত ডিস্ট্রিবিউটর সফটেল প্রতিষ্ঠানের ডিএসও হিসেবে কর্মরত ছিলেন। তিনি নগদ এজেন্ট ও প্রতিষ্ঠানে নগদের টাকা গ্রহণ এবং তা নিজ প্রতিষ্ঠানে জমা করার দায়িত্ব পালন করতেন। গত ২ অক্টোবর এজেন্টদের কাছ থেকে ১১ লাখ ৯৭ হাজার টাকা সংগ্রহ করে সন্ধ্যায় অফিসে জমা না করে পালিয়ে যান। এ ঘটনার পর থেকে তিনি পরিবারসহ আত্মগোপন করেন। 

এ ঘটনায় অফিসের ম্যানেজার বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা দায়ের করেন। 
এর পর গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গত মঙ্গলবার রাত সাড়ে ৭টায় গাজীপুরের শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে পলাশকে গ্রেপ্তার করে। 

তথ্য যাচাইবাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম। 

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এফএ)