টোকাইদের ব্যবহার করে বাস পোড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০২৩, ১৮:০৫ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩, ১৯:০১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

টোকাইদের ব্যবহার করে বাস পোড়ানোর নতুন একটি মাত্রা যুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, রাস্তার টোকাই দিয়ে বাসে অগ্নিসংযোগ করা হচ্ছে। তাদের কাউকে দেওয়া হচ্ছে দুই-চার বা পাঁচ হাজার। তারাই রাস্তার পাশে বাস পুড়িয়ে নাশকতা করছে।

বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এসব নাশকতা ঘটাচ্ছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হচ্ছে। যারা নেপথ্যে থেকে এসব কাজ করাচ্ছে, টোকাইরা তাদের নাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলছে। 

রেললাইনে নাশকতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা দেশকে ভালোবাসে, তারা দেশের সম্পদ রেললাইন উপড়ে ফেলতে পারে না। বিএনপির কুচক্রী মহল এসব অপকর্ম করছে বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপির অনেক নেতাই এসব কর্মকাণ্ড অপছন্দ করেন। কিন্তু বিদেশে যারা অবস্থান করছেন, তাদের নির্দেশেই এসব হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

খুলনায় আদালতের এজলাসে আগুন প্রসঙ্গ তিনি বলেন, যারা আগে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে, তাদেরই এটা কাজ। এ ঘটনায় কারও গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরেক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন যা বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাই করছে। ইসি সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়, সেজন্য ইসি ব্যবস্থা নিচ্ছে।

বিএনপিকে সভা-সমাবেশ করতে দেবে না ইসি ও সরকার এটাই কি উদ্দেশ্য? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করতে বলেন।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/কেএ/এমআর)