তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩২ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৪

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস

একদিনের ব্যবধানে পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস নেমে এসেছে। তাপমাত্রা কমায় কনকনে শীতের কারণে হাড় কাঁপছে উত্তরের এ জেলার সীমান্তবর্তী মানুষ।

বৃহস্পতিবার ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, মঙ্গলবার ভোরে গত দুদিনের থেকে কম কুয়াশা থাকলেও প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। সকাল ৮টার পর সূর্যের আলো দেখা গেলেও কনকনে শীতে নাজেহাল এ জেলার মানুষ। প্রয়োজনের বাইরে অনেকে ঘর থেকে বের হচ্ছেন না।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন, তেঁতুলিয়ায় ভোর ৬ টায় সর্বনিম্ন ১০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন ধরে বেশ ঠান্ডা পড়েছে। বিশেষ করে এ অঞ্চলটি হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি হওয়ায় শীত অনুভূত বেশি হচ্ছে। সামনে তাপমাত্রা আরও কমে আসবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/ইএইচ)