দ্বাদশ জাতীয় নির্বাচন

ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি শুরু

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০২৩, ১০:৫০ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩, ১০:৫৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি পঞ্চম দিনের মতো শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এ আপিল শুনানি শুরু হয়।

এই আপিল শুনানিতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। উপস্থিত আছেন অন্য চার কমিশনারসহ ইসি সচিব।

এর আগে চতুর্থ দিনে ৯৯ জনের আপিল আবেদনের শুনানি হয়। এর মধ্যে ৪৫ জনের প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়। নামঞ্জুর হয় ৫২ জনের। আর দুটি আবেদনের সিদ্ধান্ত হয়নি।

ইসির তথ্যমতে, এ নির্বাচনে অংশ নিতে সারা দেশের ৭৪৭ জন স্বতন্ত্রসহ মোট দুই হাজার ৭১৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র বৈধ এবং ৭৩১টি বাতিল ঘোষণা করেন। মনোনয়নপত্র বাতিলের হার ২৬ দশমিক ৯২ শতাংশ। আর বৈধ মনোনয়নপত্রের হার ৭৩ দশমিক শূন্য আট শতাংশ।

এদিকে রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে। এর মধ্যে ৩০টিরও বেশি আবেদন করা হয়েছে বৈধ ঘোষিত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল চেয়ে।

(ঢাকাটাইমস/১৪ ডিসেম্বর/এএম/এসএম)