ময়মনসিংহ-৬: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন সেলিমা বেগম সালমা

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সেলিমা বেগম সালমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ইসিতে আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩০ নভেম্বর বিকালে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। পরবর্তীতে গত ৪ ডিসেম্বর তার মনোনয়ন যাচাই-বাছাই শেষে বাতিল বলে ঘোষণা দেন ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা।

সেলিমা বেগম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/এলএম/এসএ)