আমুর বক্তব্যে সন্তুষ্ট ইসি: সচিব

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০২৩, ২০:৩৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

নির্বাচনি আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও দলের সিনিয়র নেতা আমির হোসেন আমুর দেওয়া বক্তব্যে নির্বাচন কমিশন (ইসি) সন্তুষ্ট বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম।

শুক্রবার সন্ধ্যার রাজধানীর আগারগাঁও য়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের একথা জানান তিনি।

ইসি সচিব বলেন, 'আমু ইসিতে তার স্বপক্ষে বক্তব্য দিয়েছেন। যে রিপোর্ট এসেছে, তার দুটি একটি হচ্ছে মুক্তিযোদ্ধাদের ঘরোয়া অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। আরেকটি অনুষ্ঠান ছিল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে। সেখানে তিনি মূলত কোনো বক্তব্য দেননি। উনি উনার আসনে ছিলেন অল্প কিছুক্ষণ। এরপর তিনি চলে যান। যে কারণে তিনি ভবিষ্যতে বিষয়টি নিয়ে আরো সতর্ক থাকবেন বলে কমিশনকে আশ্বস্ত করেছেন। কমিশনও তার বক্তব্যে সন্তোষ প্রকাশ করেছে।’

তিনি আরও বলেন, 'তার কি আচরণবিধি লঙ্ঘন হয়েছিল- যে রিপোর্ট এসেছে, তাতে কমিশন মনে করে আচরণবিধি লঙ্ঘন হয়েছে। এখন তার প্রমাণ দেওয়ার পর মনে হয়েছে লঙ্ঘিত হয়নি। তারপরও তাকে বিষয়টিতে সতর্কতার সঙ্গে দেখার জন্য বলেছেন। তিনি সেটি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছেন।'

ইসি সচিব বলেন, ‘তিনি তার বক্তব্য সম্পর্কে যে কাগজপত্র দাখিল করেছেন, তাতে কমিশন মনে করছে এই কারণে বিষয়টি হয়েছে। এতে তার ভাবমূর্তি ক্ষুন্ন বা কোনো কিছুই হয়নি বলে কমিশন মনে করে।

(ঢাকাটাইমস/ ১৫ডিসেম্বর/এলএম/বিবি)