রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বৈঠক রবিবার

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০২৩, ২২:২০ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৩, ২২:৩২

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে রবিবার বৈঠকে বসবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ দিন সকাল ১১টায় বঙ্গভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

শুক্রবার সন্ধ্যায় ইসির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্বপালন নিয়ে জানাতে এই সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালনসহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে। সাক্ষাতের পর রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে। এরপর চূড়ান্ত হবে বাজেটও।

ইতিমধ্যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানিয়েছেন, রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য তারা ভোটের দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ৯ নভেম্বর নির্বাচনের প্রস্তুতির সবশেষ অবস্থা জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এলএম/কেএম)