বগুড়ায় স্বতন্ত্র প্রার্থীর পেট্রোল পাম্পে দুর্বৃত্তদের হামলা

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০২৩, ১০:০৮

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লার মালিকানাধীন ‘হক পেট্রোল পাম্পে’ হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। 

শনিবার ভোর ৪টার দিকে শাজাহানপুর উপজেলার বনানি মোড়ে এ ঘটনা ঘটে। হামলার সময় পাম্পের অকটেন ও পেট্রোল দেওয়ার তিনটি মেশিন ভাঙচুর করা হয়। 

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম ব‌লেন, ভোরের দিকে ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত পেট্রোল পাম্পে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় তারা পাম্পে আগুন দেওয়ার চেষ্টা করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে৷ এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর কাহালুর তিনদিঘী বাজারে ডা. জিয়াউল হক মোল্লার নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটে। হামলায় স্বতন্ত্র ওই প্রার্থী ও প্রার্থীর দুই কর্মী আহত হন। ওই হামলার জন্য ডা. জিয়াউল হক মোল্লা বিএনপির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে দায়ী করেছিলেন। পরদিন ১২ ডিসেম্বর কাহালু থানায় একটি মামলাও দায়ের করা হয়। 

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/পিএস)