ভোটে অংশ না নেওয়ার আহ্বান নজরুলের

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০২৩, ১৪:২৪ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩, ১৪:২৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

নির্বাচনের নামে ভোটের প্রহসনে অংশ না নিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেছেন, বর্তমান সরকার নির্বাচনের নামে  নির্মম প্রহসনের খেলায় মেতে উঠেছে। আজকে বাংলাদেশের মানুষ জানে আগামী নির্বাচনে কে বিজয়ী হবে, তাহলে নির্বাচনের জন্য এত কোটি কোটি টাকা খরচ করার কেন দরকার?

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য . আব্দুল মঈন খান বলেন, জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র উদ্ধারের জন্য রাজপথের আন্দোলনে নেমেছে। বিএনপি অন্যান্য সমমনা দলগুলো আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে।

তিনি বলেন আজকে আওয়ামী লীগ সরকার দেশে অলিখিত বাকশাল কায়েম করেছে। যে গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়েছিল সে গণতন্ত্রকে নিহত করেছে বর্তমান সরকার।

মেগা প্রজেক্ট এর মাধ্যমে মেগা দুর্নীতি করে কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। আজকে সরকার বাংলাদেশ স্বাধীনতাকে  পরাধীনতায় পরিণত করেছে।

(ঢাকাটাইমস/১৬ ডিসেম্বর/ জেবি/এসএম)