ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দির ৮৯তম জন্মদিন পালিত

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০২৩, ২০:০৮ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩, ২১:১৪

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

আজ ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার ৫২ বছর। ১৯৩৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভাষাসৈনিক, একুশে পদকপ্রাপ্ত, শিক্ষাবিদ ও ভারতেশ্বরী হোমসের প্রাক্তন অধ্যক্ষ বীরকন্যা প্রতিভা মুৎসুদ্দি। শনিবার ছিল তার ৮৯তম জন্মদিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে ভারতেশ্বরী হোমসের ৮৫ (উচ্চ মাধ্যমিক) ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের জন্মদিন পালন করেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের একটি ভাস্কর্য পিপিএম হলে স্থাপন করেন।

শনিবার বেলা ১২টায় ভারতেশ্বরী হোমসের প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি (পিপিএম) হলে এই অনুষ্ঠানটি পালিত হয়েছে।

অনুষ্ঠানে ওই ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে অভিনেত্রী অরুণা বিশ্বাস, আফসানা মিমি, ফারজানা হোসাইন কঙ্কণ, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, ভারতেশ্বরী হোমসের প্রাক্তন উপাধ্যক্ষ গোলাম কিবরিয়া, সিনিয়র শিক্ষক হেনা সুলতানাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

দিনটি উপলক্ষে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। 

প্রতিভা মুৎসুদ্দি বলেন, সারাবিশ্ব এক ধর্ম। আর তা হলো মানবধর্ম। মানুষে মানুষে দ্বিধা-দ্বন্দ্ব পরিহার করে এক হয়ে থাকাটাই আমাদের কাম্য।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/ইএইচ)