হাবিপ্রবিতে বিজয় দিবস উদযাপিত

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০২৩, ২৩:৪৮

হাবিপ্রবি প্রতিনিধি, ঢাকাটাইমস

নানা আয়োজনের মধ্যদিয়ে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকাল ৬টা ৪৪ মিনিটে প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এরপর সকাল ৯টায় প্রশাসনিক ভবনের সম্মুখে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ভাইস চ্যান্সেলর। 
সকাল ৯টা ৫মিনিটে হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামানের নেতৃত্বে টিএসসির সম্মুখ থেকে বিজয় দিবসের র‌্যালি শুরু হয়ে পুরো ক্যাম্পাস ও এর সামনের মহাসড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী অংশগ্রহণ করেন। 
পরে সকাল সাড়ে ৯টায় শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ভাইস চ্যান্সেলর। 
এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. মাহাবুব হোসেন।
এছাড়াও বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় টিএসসি প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। 
এরপর সকাল ১১টা ১৫ মিনিটে অনুষদ ভিত্তিক শিক্ষার্থীদের (ছাত্রী) অংশগ্রহণে ১ম সুলতানা কামাল স্মৃতি কাপ আন্তঃঅনুষদীয় ভলিবল প্রতিযোগিতা-২০২৩ এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বিজ্ঞান অনুষদ এবং রানার্স আপ হয় বিজনেস স্টাডিজ অনুষদ।  
বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। 
মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বাণী প্রদান করেন।
(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/ইএইচ)